WhatsApp Image 2025 06 12 at 194636ITG 1749738794249
image

BY- Aajtak Bangla

এখন থেকে বিমানে ওঠার আগে এই জিনিসগুলি জেনে তারপর উঠুন, নইলে ..

12 May, 2025

WhatsApp Image 2025 06 12 at 194623ITG 1749738792870

কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা না থাকলে সমস্যায় পড়ার সম্ভাবনা থেকেই যায়। যেমন ব্যাগেজের নিয়ম, বোর্ডিং টাইম, লাইফ-সেভিং গাইডলাইন ইত্যাদি।

WhatsApp Image 2025 06 12 at 194605ITG 1749738791551

১. টিকিট ও আইডি যাচাই: বিমানে উঠার সময় সঙ্গে রাখতে হবে প্রিন্টেড বা ডিজিটাল টিকিট ও সরকারি পরিচয়পত্র (যেমন: ভোটার আইডি, পাসপোর্ট, আধার)।

WhatsApp Image 2025 06 12 at 194551ITG 1749738790200

২. ব্যাগেজ ওজনের নিয়ম জানুন: বিভিন্ন এয়ারলাইনের চেক-ইন ও কেবিন ব্যাগেজের নির্ধারিত ওজন থাকে (সাধারণত ১৫-২০ কেজি চেক-ইন ও ৭ কেজি কেবিন)। অতিরিক্ত ওজনে গুনতে হতে পারে বাড়তি টাকা।

WhatsApp Image 2025 06 12 at 194444ITG 1749738788810

৩. বোর্ডিং টাইম ও রিপোর্টিং টাইম: ফ্লাইট ছাড়ার অন্তত ২ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান। বোর্ডিং গেট সাধারণত ছাড়ার ৩০-৪৫ মিনিট আগে বন্ধ হয়ে যায়।

WhatsApp Image 2025 06 12 at 194432ITG 1749738787457

৪. বিমানবন্দরের নিরাপত্তা নিয়ম: চেক-ইন ও সিকিউরিটি স্ক্যানের সময় ব্যাগে পানীয়, ধারালো বস্তু, বড় ব্যাটারি বা লাইটার রাখা নিষিদ্ধ। ব্যাগ স্ক্যানে এসব ধরা পড়লে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে।

WhatsApp Image 2025 06 12 at 194417ITG 1749738786127

৫. সিট পছন্দ ও অগ্রিম বুকিং: অনেক এয়ারলাইনে আগে থেকেই জানালার ধারে বা পা ছড়িয়ে বসার মতো সিট বেছে নেওয়া যায়। এতে যাত্রা আরও আরামদায়ক হয়।

WhatsApp Image 2025 06 12 at 194347ITG 1749738784731

৬. অনলাইন চেক-ইন করে রাখুন: অনলাইন চেক-ইন করলে সময় বাঁচে এবং কনফার্মড সিটও পেয়ে যেতে পারেন। অনেক সময় এটি বাধ্যতামূলকও হয়।

WhatsApp Image 2025 06 12 at 194330ITG 1749738783313

৭. ওষুধ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র কেবিন ব্যাগে রাখুন: ডায়াবেটিস, প্রেসার বা অ্যাজমার মতো রোগ থাকলে ওষুধ সঙ্গে রাখুন। মূল ব্যাগে রাখলে প্রয়োজনে পাওয়া কঠিন হতে পারে।

WhatsApp Image 2025 06 12 at 194310ITG 1749738781920

৮. ইমিগ্রেশন ও কাস্টমস নিয়ম বুঝে নিন (আন্তর্জাতিক ক্ষেত্রে): বিদেশগামী হলে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন ফর্ম ও কাস্টমস ডিক্লেয়ারেশনের নিয়ম জেনে রাখুন। না জানলে প্রবেশে সমস্যা হতে পারে।

WhatsApp Image 2025 06 12 at 193656ITG 1749738779165

৯. ফ্লাইট ডিলে প্রস্তুত থাকুন: ফ্লাইট বাতিল বা দেরি হলে কী করবেন, কীভাবে অন্য ফ্লাইট পাবেন, কাস্টমার কেয়ারের নম্বর জানা থাকা জরুরি।

WhatsApp Image 2025 06 12 at 194254ITG 1749738780510

১০. খাবার, জল ও ইনফ্লাইট সার্ভিস সম্পর্কে আগেই জানুন: লো-কস্ট এয়ারলাইনে খাবার বিনামূল্যে নাও পাওয়া যেতে পারে। আগে জানলে নিজে থেকে কিছু খাওয়ার ব্যবস্থা করতে পারেন।