11 April, 2024

BY- Aajtak Bangla

বাস-চারচাকায় চড়লেই বমি পায়? এই ৫ ট্রিকসেই হবে ছুমন্তর

v

অনেকের বাসে বা চারচাকায় উঠলেই বমি পায়। একে বলে মোশন সিকনেস। 

কোথাও ঘোরাঘুরি করতে গেলেও বিপদে পড়েন তাঁরা। দূরে গেলেই বমি পায়। 

মোশন সিকনেসের কারণে জীবন জেরবার হয়ে ওঠে। এ থেকে বাঁচার জন্য রইল কয়েকটি টিপস।

এই প্রতিকারগুলি মানলে বমি বমি ভাব থাকে না।

জোয়ান- জোয়ান ও পুদিনা বেটে বোতলে রেখে নিন। বমি বমি ভাব এলেই মুখে নিন।

লেবু- গাড়িতে বা বাসে বমির এলে লেবু কেটে মুখে নিন। বা লেবুর গন্ধ শুঁকুন। কমে নার্ভাসনেস।

  আদা-বাইরে গেলে সঙ্গে নিন আদার টুকরো। বমির শঙ্কা হলেই মুখে পুরুন। চুষতে শুরু করুন। আর বমি পাবে না।

লবঙ্গ এবং বিটনুন- লবঙ্গ ভালো করে পিষুন। মিশিয়ে নিন বিটনুন, চিনির গুঁড়ো। বমি পেলে মুখে রেখে দিন। 

কাঁচা লঙ্কা- বাড়ি থেকে বেরোনোর আগে খেয়ে নিন। সেই সঙ্গে খান কাঁচা লঙ্কা। বমি ভাব পাবে না। 

বমি ভাব কাটাতে এইগুলি মোক্ষম দাওয়াই। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।