ATB Thumbs 13ITG 1748701873303
image

BY- Aajtak Bangla

কোন আমের নামে ভারতে একটি এক্সপ্রেস ট্রেন আছে? জেনে নিন

31 MAY, 2025

images 48 1

গরমকাল আম ছাড়া চলে না। আমাদের দেশে অনেক নামের ও ধরনের আম পাওয়া যায়।

images 49 1

আজকে আম নিয়ে একটা দারুণ মজার কথা জানাব আপনাদের।

images 50 1

জানেন কি ভারতে একটা জাতের আমের নামে একটা ট্রেন রয়েছে।

বিশ্বাস না হলেও এটাই সত্যি।

আপনারা নিশ্চয় আম্রপালি আম খেয়েছেন বা এই আমের নাম শুনেছেন।

এই আমের নামেই একটা এক্সপ্রেস ট্রেন চলে। 

সেই ট্রেনের নাম আম্রপালি এক্সপ্রেস।

এই ট্রেনটি বিহারের কাটিহার জংশন থেকে পাঞ্জাবের অমৃতসর জংশন পর্যন্ত প্রতিদিন চলাচল করে।

এই ট্রেনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলের অধীনে আসে।