BY- Aajtak Bangla

সিলিং ফ্যান খারাপ হতে পারে, টানা চালানোর পর কতক্ষণ বন্ধ রাখবেন? জানুন

27 April  2024

গরম থেকে বাঁচতে ভরসা বাড়ির সিলিং ফ্যান। প্রত্যেকের বাড়িতেই রয়েছে সিলিং ফ্যান।

গরমে সারাক্ষণই সিলিং ফ্যান চালু রাখতে হয়। তা না হলে টেকা দায়।

তবে জানেন তো, টানা সিলিং ফ্যান চালালে সমস্যা হতে পারে। খারাপ হতে পারে সিলিং ফ্যান।

বিশেষজ্ঞদের মতে, একটানা সিলিং ফ্যান চালানোর পর বন্ধ রাখতে হবে। কতক্ষণ বন্ধ রাখা উচিত? জেনে নিন... .

 ঘণ্টার পর ঘণ্টা ধরে সিলিং ফ্যান চালালে ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে।

একটানা চালানোর ফলে সিলিং ফ্যানের মোটর পুড়ে যেতে পারে।

তাই প্রতি ৬ থেকে ৮ ঘণ্টা অন্তর অন্তত ১ ঘণ্টা বন্ধ রাখা উচিত সিলিং ফ্যান। ।  

নিয়মিত সিলিং ফ্যান পরিষ্কার রাখুন। কম স্পিডে ফ্যান চালাবেন না।