22  March, 2024

BY- Aajtak Bangla

ঝাড়ে বংশে ধ্বংস হবে, বাড়ি থেকে আরশোলা তাড়ানোর ৫ মোক্ষম টোটকা

অনেকেই একটা আরশোলা দেখলে এত ভায় পান যে, সাপ দেখলেও হয়তো তত ভয় পান না।

আরশোলাকে আপাত দৃষ্টিতে নিরীহ গোছের সাধারণ পোকা মনে হলেও এটি কিন্তু অত্যন্ত ক্ষতিকর!

 কারণ, আরশোলা ময়লা আবর্জনা থেকে উঠে আসে। আর তার সঙ্গে আসে নানা ক্ষতিকর রোগ-জীবানু।

সেই আরশোলা সারা ঘরময় ঘুরে বেড়ায়, খাবার-দাবারের উপর হেঁটে বেড়ায়। ফলে আরশোলা গায়ে বা পায়ে লেগে থাকা ক্ষতিকর জীবাণু আমাদের খাবারের সংস্পর্শে আসে আমাদের ক্ষতি করে।

তাই ঘর-বাড়ি থেকে আরশোলা দূর করা অত্যন্ত জরুরি।

আরশোলা যদি আপনার  ঘর এবং রান্নাঘরে আতঙ্ক তৈরি করে থাকে, তাহলে আপনি তাদের তাড়ানোর জন্য ঘরোয়া প্রতিকার ব্যবহার করে দেখতে পারেন।

লবঙ্গের গন্ধে আরশোলা তাড়ানো যায়। এজন্য আলমারি এবং ড্রয়ারে যেখানে আরশোলা দেখা যায় সেখানে লবঙ্গ রাখুন।

আরশোলা তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না। এমন অবস্থায় তেজপাতা গুঁড়ো করে বা মিক্সারে পিষে আরশোলার  জায়গায় ছিটিয়ে দিন। আরশোলা তাড়ানো যায় এই প্রতিকারে।

যেখানে আরশোলা দেখা যায় সেখানে ডিমের খোসা রাখতে হবে। এর থেকে আপনি সহজেই আরশোলা তাড়াতে পারবেন।

আরশোলা তাড়ানোর জন্য রসুন, লবঙ্গ  এবং গোল মরিচের একটি স্প্রে তৈরি করুন এবং আরশোলার স্থানে ছিটিয়ে দিন।

বেকিং সোডা আরশোলা  থেকে মুক্তি পেতে সহায়ক। এটি ব্যবহার করার জন্য, এক চামচ বেকিং সোডার মধ্যে চিনি মিশিয়ে যেখানে আরশোলা দেখা যাচ্ছে সেখানে ঢেলে দিন। এতে করে আরশোলা দূর করতে পারবেন।