22 April, 2024

BY- Aajtak Bangla

মুখে ভর্তি লাল লাল ব্রণ, ভুলভাল স্কিন কেয়ার রুটিন দায়ী নয় তো?

অনেকে ত্বককে ভালো রাখতে নানা রকম মেকআপ ব্যবহার করে থাকেন। কেউ কেউ আবার পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের রূপচর্চা করিয়ে থাকেন।

কিন্তু জানেন কী, যে কোনও প্রসাধনীর জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে তা ব্যবহার করলে তা আপনার ত্বকের ক্ষতি করতে পারে।

এই বিষয়ে ত্বক গবেষকরা অনেক ধরনের পরামর্শ দিয়েছে। সেগুলি মেনে চললেই ব্রণেক সমস্যা মিটবে।

আসলে হরমোনের প্রভাবে ত্বকে বাড়তি সেরাম নিঃসৃত হয়। যা ত্বকের ময়লা, জীবাণু ও মৃত কোষের সংস্পর্শে এসে ত্বকে ব্রণর সৃষ্টি করে।

অনেকেই ফেসিয়াল অয়েল ব্যবহার করেন ত্বককে ভাল রাখতে, তবে এটা কিন্তু আমাদের লোমকূপকের আরও ক্ষতি করে।

যাঁদের ত্বকে ব্রণের সমস্যা, তারা তেল ব্যবহার একদমই করবেন না। সূর্যমুখী তেল লোমকূপ আবদ্ধ হয়ে যাওয়ার সমস্যা কমায়।

অন্যদিকে, অ্যাভোকাডো ও গাজরের বীজের তেল লোমকূপ আবদ্ধ হওয়ার সমস্যা বাড়ায়।

তৈলাক্ত ত্বককে হাইড্রেটেড রাখতে “হাইলোরনিক অ্যাসিড" সমৃদ্ধ সেরাম ও ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

ত্বকের তেল দূর করতে ক্লেনসিং অয়েল ব্যবহার করতে পারেন এবং এতে লোমকূপ বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না।

ক্লেনসিং অয়েল পরিষ্কার করতে “ফোমিং ক্লেনজার” ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।