02 December 2023
BY- Aajtak Bangla
সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়েছেন জিতেশ শর্মা। এশিয়ান গেমসেও দারুণ ছন্দে ছিলেন তিনি। অজিদের বিরুদ্ধে ব্যাট হাতেও ভাল খেলেছেন।
IPL-এ পঞ্জাব কিংসের হয়েও ভাল খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার। তবে তাঁকে ছোটবেলা থেকেই অনেক কষ্ট করতে হয়েছে।
ছেলেবেলায় জিতেশের কোনও কোচ ছিল না, ইউটিউবে ভিডিও দেখে ক্রিকেট শিখতে হয়েছে।
সেই ভিডিও গুলোর বেশির ভাগই আবার অ্যাডাম গিলক্রিস্ট এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
VoNB-pZ52q102XC1
VoNB-pZ52q102XC1
তিনি এখনও ইউটিউবের উপর নির্ভর করছেন এবং ৩৬০ ডিগ্রি ব্যাটার হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন।
টি২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের ব্যাটিং ভিডিও গুলো দেখতে শুরু করেছেন। এবং নেটেও তা অনুশীলন করছেন।
তবে সবচেয়ে উল্ল্যেখযোগ্য বিষয় হল, জিতেশ ক্রিকেটার হলেও, তাঁর পছন্দের ক্রীড়াবিদ নীরজ চোপড়া।
ভারতকে অলিম্পিক্সে সোনা এনে দেওয়া নীরজকে জীবনের আদর্শ বলেই মানেন উইকেটকিপার ব্যাটার।
শুক্রবার রায়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৫ রানের ইনিংস খেলে ভারতের রান ভাল জায়গায় পৌঁছে দেন জিতেশ।