tea 4ITG 1748333768089
image

1 JUNE 2025

BY- Aajtak Bangla

চা-এর নেশা সর্বনাশা! বেশি খেলে রং কালো হয়? 

tea 3ITG 1748333716627

সকাল থেকে রাত, নিত্যসঙ্গী চা? অজান্তেই ডেকে আনছেন না তো বিপদ?

tea 2ITG 1748333580943

চায়ের গরম পেয়ালায় চুমুক দিলে অনেকেরই টেনশন দূর হয়। কিন্তু ক্ষতি হতে পারে ত্বকের?

cropped tea bag put in transparent glass teacup 284038520 16x9 0ITG 1748076633150

চায়ের হাজার গুণ থাকা সত্ত্বেও আপনার অজান্তেই আপনার ত্বকের ক্ষতি করছেসে?  

বেশি চা খেলে নাকি গায়ের রং কালো হয়ে যায়! এ ধারণা সম্পূর্ণ ভুল, বলছেন বিশেষজ্ঞরা। 

চা খেলে রং গাঢ় হওয়ার ধারণা সম্পূর্ণ ভুল বলছেন চিকিৎসকরা। 

এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে অতিরিক্ত চা খেলে প্রভাব পড়ে ত্বকে। 

তবে চিকিৎসকের মতে, দিনে ১০ কাপের বেশি চা খেলে ত্বকে কুপ্রভাব পড়তে পারে। 

চায়ের মধ্যে যে ক্যাফিন থাকে, তা দেহে অতিরিক্ত পরিমাণে প্রবেশ করলে শরীরে জলের ঘাটতি তৈরি করে। 

ফলে ত্বকের ঔজ্জ্বল্য কমে যায়। ফ্যাকাসে হয়ে যায় চেহারা। চোখের চারপাশে দাগ হয়।