28 March,, 2023

BY- Aajtak Bangla

ভাঁজ হবে না, এভাবে বিছানার চাদর পাতলে এক সপ্তাহ টানটান থাকবে

বিছানার চাদর যতবারেই পাতেন না কেন, খানিক পরেই সেটা ভাঁজ হয়ে যায়।

আর বারেবারে সেই ভাঁজ হওয়া চাদর ঠিক করতে কারও ভাল লাগে না।

তবে, আমরা আজকে কয়েকটি টিপসের কথা জানাব, যেটা মানলে সারা সপ্তাহ বিছানার চাদর টানটান থাকবে।

তাহলে জেনে নিন টিপসগুলো। 

বিছানার চার কোণায় রাবার ব্যান্ড ব্যবহার করুন। এই পদ্ধতিটি বিছানার চাদরকে আঁটসাঁট এবং সমতল রাখে, যাতে এটি সহজে ভাঁজ না হয়।

বিছানার চাদরের নীচের কোণায় ছোট গিঁট বেঁধে দিন। এটি বিছানার চাদরকে পিছলে যাওয়া এবং সঙ্কুচিত হতে বাধা দেয়।

চাদরের নিচের চার কোণায় ডবল সাইড টেপ লাগান। এটি বিছানার চাদরটি যথাস্থানে রাখবে এবং এটি সঙ্কুচিত হবে না।

সাসপেন্ডার ব্যবহার করুন চাদরকে চার কোণায় বেড ফ্রেমের সঙ্গে বেঁধে দিতে। এটি বিছানার চাদর পিছলে যাওয়া থেকে রক্ষা করে।

নিয়মিত বিছানার চাদরের বদলে ফিট করা চাদর বেছে নিলে তা বিছানায় ভাল মানাবে এবং ভাঁজ হওয়ার সমস্যা হবে না।