23 March, 2024

BY- Aajtak Bangla

বেশিরভাগ বাঙালি বাড়িতেই বাস্তুর এই ভুলগুলি থাকে

BY- Aajtak Bangla

প্রধান প্রবেশদ্বার: অনেক বাড়িতেই প্রধান প্রবেশদ্বার ভুল দিকে রাখা হয়। বাস্তু অনুসারে, উত্তর, পূর্ব, বা ঈশান কোণে প্রবেশদ্বার স্থাপন করা শুভ।

রান্নাঘর আগ্নেয় কোণে স্থাপন করা উচিত। অনেক বাড়িতেই রান্নাঘর ভুল দিকে স্থাপিত হয়, যা পারিবারিক ঝগড়া ও অসুস্থতার কারণ হতে পারে।

বেডরুম দক্ষিণ-পশ্চিম কোণে স্থাপন করা উচিত। অনেক বাড়িতেই শোবার ঘর ভুল দিকে থাকে। এতে ঘুমের সমস্যা ও মানসিক অশান্তি হতে পারে।

বিছানা এমনভাবে স্থাপন করা উচিত যাতে ঘুমের সময় মাথা পূর্ব বা দক্ষিণ দিকে থাকে।

আয়না স্থাপনের ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিছানার ঠিক উল্টো দিকে, বাথরুমের দরজার সামনে আয়না স্থাপন করলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পেতে পারে।

দেবদেবীর মূর্তি স্থাপনের ক্ষেত্রেও বাস্তুশাস্ত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। ভুল দিকে দেবদেবীর মূর্তি স্থাপন করা অশুভ হতে পারে। সাধারণত পূর্ব ও দক্ষিণ দিকে মুখ করে দেবদেবীর মূর্তি স্থাপন করা উচিত।

বাস্তুতে 'ওয়াটারবডি'র অত্যন্ত গুরুত্ব রয়েছে। বাড়ির অ্যাকোয়ারিয়াম ক্ষুদ্র জলাধার বলা যেতেই পারে। বাস্তু মতে বাড়ির শোবার ঘরে কখনও অ্যাকোয়ারিয়াম রাখতে নেই।

সবসময়ে বসার ঘরেই অ্যাকোয়ারিয়াম রাখা উচিত। সেই অ্যাকোয়ারিয়ামে মাছের সঠিক যত্ন নেওয়াও গুরুত্বপূর্ণ।

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোংরা ও অগোছালো ঘরে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়।