BY- Aajtak Bangla

 ঘুমানোর আগে স্নানের চলে ফেলুন এক চিমটে এই জিনিস, ত্বকের জেল্লা বাড়বে 

23 MARCH, 2024

সংকুচিত পেশী শিথিল করে ত্বকের মৃত কোষ অপসারণ করার জন্য ভাল ভাবে স্নান করা অত্যাবশ্যক।

বর্তমানে বাথ সল্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। স্নানের জন্য বাথ সল্ট চমৎকার উপাদান। 

বাথ সল্টে থাকা অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট ত্বকের সমস্যা দূর করে প্রয়োজনীয় খনিজ পুনরুজ্জীবিত করতে সাহায্যে করে। 

এটি ত্বকের ময়েশ্চারাইজ লেভেল বজায় রাখতে এবং তেল নিঃসরণ নিয়ন্ত্রণে সাহায্য করে।

 বাথ সল্ট মেশানো জলে স্নান করলে, এটি ত্বককে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে। এটি মরা কোষ দূর করে দেয়। 

ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে বাথ সল্ট। এটি ত্বকের জেল্লা ফিরে পেতে সাহায্য করে।

ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে বাথ সল্ট।

বাথ সল্ট মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি মজুত উপাদান শরীর ও মনকে শান্তি করতে সাহায্য করে। 

রাতে ঘুমোতে যাওয়ার আগে বাথ সল্ট মেশানো জলে স্নান করুন। এটি স্নায়বিক উত্তেজনা প্রশমিত করে। এতে ঘুম ভাল হয়।