WhatsApp Image 2025 06 10 at 121902 PMITG 1749538152766
image

BY- Aajtak Bangla

ঘরে পাতানো দই জমাট বাঁধতে কখন ফ্রিজে রাখবেন, জেনে রাখুন 

10 June  2025

cropped curd 4ITG 1741679082404

দই খেতে অনেকেই ভালবাসেন। ঘরে অনেকেই দই বসান।

cropped How to set curd in winters 13

বিশেষ করে গরমে ভাতের পাতে দই থাকলে বেশ লাগে।

curdITG 1744367171266

তবে ঘরে দই বসাতে গিয়ে অনেক সময়ই বার বার জল ছাড়ে দই থেকে। জমাট বাঁধে না।

ঠিক কোন সময়ে ফ্রিজে রাখলে ঘরে পাতানো দই জমাট বাঁধবে, জেনে নেওয়া যাক...

পূর্ণ ফ্যাটযুক্ত দুধ দিয়ে দই বসাতে হবে। এতে গই ঘন হবে।

দই বসিয়ে তা ঘরের অন্ধকার ও ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। রাতে দই পাতার সেরা সময়।

দই জমাট বাঁধার জন্য ফ্রিজে রেখে দিন। কিন্তু কতক্ষণ রাখবেন? ।  

৮-১২ ঘণ্টা পর দই ফ্রিজে রেখে দিতে হবে। এতে দই ভাল করে জমাট বাঁধবে।