cropped WhatsApp Image 2025 04 19 at 101154 PMITG 1745083398906
image

19 APRIL, 2025

BY- Aajtak Bangla

ডানদিকে ঝাঁপিয়ে IPL-এর সেরা ক্যাচ বাটলারের, দেখুন VIRAL VIDEO

Go5s74MbAAAk1ZiITG 1745081641839

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ৩৫ নম্বর ম্যাচে দিল্লি ক্যাপিটালস (DC) মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটানস (GT)।

Go5E 1MbQAAyOkKITG 1745081639475

এই ম্যাচে, দিল্লি ক্যাপিটালস দল প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু গুজরাতের উইকেটরক্ষক জস বাটলারের একটি ক্যাচ শিরোনামে, যার ভিডিওটিও ভাইরাল হচ্ছে।

ম্যাচের ১৮তম ওভার বল করতে আসেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই ওভারের দ্বিতীয় বলে, কৃষ্ণ বিপ্লজ নিগমকে বল করেন।

T3i_VmUUOUFgh8LAITG-1745081464384

T3i_VmUUOUFgh8LAITG-1745081464384

বলটি ব্যাটের বাইরের প্রান্তে লেগে উইকেটের পিছনে চলে গেল। বাটলার ডান দিকে ডাইভ দিয়ে একটি দুর্দান্ত ক্যাচ নেন।

এই ওভারের প্রথম বলেই অক্ষর প্যাটেলের উইকেট নেন প্রসিদ্ধ।

গুজরাতের বিরুদ্ধে ৭ উইকেটে হেরে গেল দিল্লি। এই ম্যাচে ব্যাট করতে নেমে ৯৭ রান করে অপরাজিত থাকেন।

চার বল বাকি থাকতেই মতাচ জেতেন বাটলাররা।