28 March,, 2023

BY- Aajtak Bangla

বাপ রে! SHR vs MI ম্যাচে ৫২৩ রান, এও সম্ভব! কী কী ঘটল?

IPL 2024-এর সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (SHR vs MI) ম্যাচে যা ঘটল, IPL-এর ইতিহাসে এ যাবত্‍ ঘটেনি।  একটি ম্যাচে ৫২৩ রান হল।

২০ ওভারে ২৭৭ রানের পাহাড় প্রমাণ ইনিংস IPL-এর ইতিহাস দেখেনি। এটাই সর্বোচ্চ।

একই সঙ্গে SHR-এর গড়া ২৭৭ রান তাড়া করে MI-ও হাল ছাড়েনি। ২৪৬ রান করেছে মুম্বই। ৩১ রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার দল।

টসে জিতে হায়দরাবাদকেই ব্যাট করতে পাঠান পান্ডিয়া। কিন্তু তারপর যে এরকম ঘটবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি তিনি। প্রথমে তাণ্ডব শুরু করেন ট্রাভিস হেড। ২৪ বলে ৬২ রান।

তিন নম্বরে নেমে অভিষেক শর্মা ২৩ বলে ৬৩ রান করেন। সাতটি ছক্কা মারেন তিনি।

ট্রাভিসের রেকর্ড ভেঙে দেন। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তখন ঝড় বইছে রীতিমতো।

মুম্বইয়ের কোয়েনা মাফাকা ৪ ওভারে ৬৬ রান দিয়েছেন। প্রথম ১০ ওভারেই ২ উইকেটে ১৪৮ রান করে হায়দরাবাদ। আইপিএল-এ ইতিহাসে এটাও একটি রেকর্ড।

মুম্বইয়ের কপালে আরও মার লেখা ছিল, তা প্রমাণ হল হেনরিখ ক্লাসেন ও মার্করাম নামার পর।

এডেন মার্করাম ২৮ বলে ৪২ রান করেন। হেনরিখ ক্লাসেন ৩৪ বলে ৮০ রান করেন। তিনি সাতটি ছক্কা তিনি। চারটি চার।

হায়দরাবাদ ২৭৭ রান তোলার পর মনে করা হয়েছিল, খুব সহজেই জিতবেন। কিন্তু তা হয়নি। রোহিত শর্মা, ঈশান পোড়েল, তিলক বর্মা, টিম ডেভিডেরা বিধ্বংসী মেজাজে খেললেন।

রোহিত ১২ বলে ২৬ রান করেন। ঈশান ১৩ বলে ৩৪ রান করেন। ৩৪ বলে ৬৪ রান করেন তিলক। ২২ বলে ৪২ রান করেন ডেভিড। মুম্বই অধিনায়ক হার্দিক করেন ২০ বলে ২৪ রান। ৩১ রানে হেরে যায় মুম্বই।