04 April, 2024

BY- Aajtak Bangla

বিপদ বাড়ল DCর,  দলের ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ

গত বছরের ফেব্রুয়ারিতে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুইয়েন্সার স্বপ্না গিল দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হামলার অভিযোগ করেন।

এবার এ ঘটনা নতুন মোড় নিল। স্বপ্না গিলের অভিযোগের ভিত্তিতে আদালত পুলিশকে পৃথ্বী শ-র বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দিয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসসি তাইদে পুলিশকে ১৯ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছে।

পৃথ্বী এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত না করার জন্য পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য  আবেদন করেন স্বপ্না। তা প্রত্যাখ্যান করেছে আদালত।

স্বপ্না গিলের আইনজীবী বলেছেন তিনি মুম্বইয়ের আন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া আদেশকে চ্যালেঞ্জ করবেন। স্বপ্না চান, শ-এর বিরুদ্ধেও এফআইআর নথিভুক্ত হোক।

আইনজীবী আলী কাশিফ খান বলেন, ইতিমধ্যে আদালত তদন্ত করেছে। অতএব, আবার তদন্ত করা বৃথা। 

কাশিফ খান জানান, আদালতের এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে  মুম্বই সেশনস কোর্টে আবেদন করবেন তাঁরা। 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে শ-এর উপর হামলার জন্য অন্যদের সঙ্গে স্বপ্না গিলকে গ্রেফতার করা হয়। সেলফি তোলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

 জামিনে রয়েছেন স্বপ্না গিল। জামিন পাওয়ার পর, পৃথ্বীর বন্ধু আশিস যাদব এবং অন্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আন্ধেরি বিমানবন্দর থানায় যান স্বপ্না।

পুলিশ মামলা নথিভুক্ত না করলে তিনি ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হন। পৃথ্বী শ আইপিএল ২০২৪-এ পন্তের ক্যাপ্টেন্সিতে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।