WhatsApp Image 2025 06 10 at 45511 PMITG 1749554723366
image

BY- Aajtak Bangla

গরমে ছাতু খেলে পরের জন্মে কী হয়, জানা উচিত

10 June  2025

cropped morc15873 please create images of sattu sharbat aam panna and 1807a283 ca88 45cb 9637 b6d445ddefa5 1ITG 1748761824546

ছাতু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। গরমে অনেকেই ছাতুর শরবত খান।

cropped sattuf

 পুষ্টিবিদদের মতে, গরমে ছাতু বা ছাতুর শরবত খেলে নানা উপকার পাওয়া যায়।

sattu 3ITG 1745653622580

আবার, জ্যোতিষ মতে, ছাতুর আলাদা মাহাত্ম্য রয়েছে। ছাতু খেলে যে কারও ভাগ্য বদলাতে পারে।

মনে করা হয়, ছাতু খেলে কোষ্ঠীতে বিভিন্ন গ্রহ শুভ স্থানে আসে।

নিয়মিত ছাতু খেলে নেতিবাচক শক্তি দূর হয়। মানসিক শান্তি পাওয়া যায়।

ছাতু দান করলে সূর্যের শুভ প্রভাব পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়।

 ছাতু দান করলে পজিটিভ শক্তি বাড়ে। এতে জীবনে ভাল হয়। ।  

শাস্ত্র মতে, গ্রীষ্মকালে যাঁরা ছাতু খান এবং দান করেন, তাঁরা পরের জন্মে দারিদ্র ভোগ করেন না।