BY- Aajtak Bangla

ঘামের সঙ্গে গলগল করে বেরোবে নোংরা ট্যান, খেতে হবে হলুদ-জল  

26 APRIL, 2024

গরমে ত্বকে ট্যান পড়বেই। সেটাই স্বাভাবিক।  সেজন্য এক এক জন এক এক রকম ক্রিম, ফেসওয়াস ব্যবহার করেন। তবে বাড়িতেই তোলা যায় ট্যান। 

সেজন্য আপনাকে কোনও পরিশ্রমও করতে হবে না। শুধু খেতে হবে হলুদ জল। তাহলেই ঘাম থেকে বেরিয়ে যাবে সব ট্যান। 

হলুদ জল খেলে ত্বকের রং উজ্জ্বল হয় ও ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে।

হলুদের মধ্যে থাকা প্রাকৃতিক যৌগ  কারকুমিন নামক ব্যাকটেরিয়া সঙ্গে লড়াই করে। এর ফলে ত্বকের দাগ ও ছোপ এবং ব্রণ দূর হয়।

হলুদের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ফ্রি যার্ডিকালগুলির বিরুদ্ধে লড়াই করে । এর ফলে ত্বক অকাল বার্ধক্য এবং বলিরেখার  হাত থেকে মুক্তি পেতে পারে।

হলুদের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের ফ্রি যার্ডিকালগুলির বিরুদ্ধে লড়াই করে । এর ফলে ত্বক অকাল বার্ধক্য এবং বলিরেখার  হাত থেকে মুক্তি পেতে পারে।

নিয়মিত হলুদ জল খেলে ত্বকের হাইপারপিগমেন্টেশনের ভারসাম্য বজায় থাকে। হলুদ জল ত্বককে ডিটক্সিফাই করে ত্বকের ময়লা দূর করে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে। 

এছাড়া চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে হলুদের জল। তার জন্য চোখের নিচে হলুদের জল বা হলুদের ক্রিম ব্যবহার করবেন।

হলুদ হল ত্বকের প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তাই হলুদ জল ত্বকের দাগ ও ক্ষত নিরাময় করতে সহায়তা করে।

হলুদ জল ত্বকে থেকে অতিরিক্ত সিবাম উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যা তৈলাক্ত ত্বকের জন্য বিশেষভাবে উপকারী।

গরম বা অনিয়ন্ত্রিত তাপমাত্রার জন্য ত্বকের জ্বালাভাবকে দূর করে এই হলুদ জল।