WhatsApp Image 2025 05 13 at 105600 AMITG 1747113968696
image

BY- Aajtak Bangla

ঘরের বাগানেই ফলবে তরমুজ, কায়দাটা জেনে রাখুন

13 May 2025

watermelon 2409368 1280ITG 1743580387379

গরমে তরমুজ সকলেরই প্রিয় ফল। ঘরে সহজেই টবে তরমুজ গাছ লাগাতে পারেন। কীভাবে, রইল পদ্ধতি...

তরমুজ

watermelon 1846051 1280ITG 1743580384232

তরমুজ থেকে বীজ বার করে মাথাগুলো ভেঙে দিতে হবে। অঙ্গুরোদগম হয়, সেই জায়গা যেন না ভাঙে, খেয়াল রাখতে হবে। 

বীজ

cropped watermelons 2636 1280

বীজগুলো টিস্যু পেপারে মুড়ে নিতে হবে। তারপরে অল্প জল দিয়ে ভেজান। বাক্সে রেখে দিতে হবে। এর ৬ দিন পর বাক্স খুলে দেখবেন বীজগুলো থেকে স্প্রাউট বের হয়েছে।

চাষের পদ্ধতি

এরপরে এই বীজগুলি রোপণ করতে হবে। টবে জৈব সার দিয়ে ভরাট করুন। এতে বীজগুলি বপন করতে হবে। তারপরে মাটি দিয়ে ঢাকা দিন। জল দিতে হবে। 

জল

তারপরে টবটি পলিথিন দিয়ে ঢেকে রাখুন। দেখবেন কয়েক দিন পর চারা তৈরি হবে।

চারা

চারা গাছ বড় হলে শুকনো পাতা কেটে দিতে হবে। গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে। আলোয় রাখতে হবে গাছকে। জালি দিয়ে ঘিরতে হবে গাছটি।

আলো

গাছে নিম তেলের স্প্রে করতে হবে, তা হলে পোকা হবে না। কিছুদিন পর দেখবেন স্ত্রী ফুল আসবে। 

নিমতেল

কম নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করে ফুল ও ফল ফোটা শুরু করবে। ফল পাকতে বীজ বোনার পর থেকে ৮০-১০০ দিন লাগে। 

সার