WhatsApp Image 2025 06 07 at 11946 PMITG 1749282601982
image

BY- Aajtak Bangla

দুপুরে ভাতের পর লিচু খেলে যা হয়, ভাবতে পারবেন না

7 June 2025

Pixabay litchi 5380605 1920

গরমে যেসব ফল পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হল লিচু।

litchi lychee benefit weight loss digestion blood circulation boosts immunity twelve

লিচু খেতে অনেকেই ভালবাসেন। মিষ্টি এই ফল খেতে পছন্দ করেন অনেকেই।

Pixabay litchi 3063853 1920

লিচু খেলে ত্বক উজ্জ্বল হয়। লিচু খেলে শরীর হাইড্রেটেড থাকে। 

লিচুতে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, যা উপকারি।

তবে যখন-তখন লিচু খেলে কিন্তু উপকার মিলবে না। দিনের এই সময়ে লিচু খেলেই বেশি পুষ্টি মেলে। . .

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে লিচু খেলে শরীরে পর্যাপ্ত পুষ্টি মেলে না।  . .

সকালে জলখাবারের ১ ঘণ্টা পর লিচু খাওয়ার আদর্শ সময়। এতে দ্বিগুণ উপকার হয়।

দুপুরে ভাত খাওয়ার ১-২ ঘণ্টা পর লিচু খেলেও বিশাল উপকার পাওয়া যায়।