22 March 2024

BY- Aajtak Bangla

ভোটার কার্ড হারিয়েছেন? এই ভাবে ডাউনলোড করুন, সহজ উপায়

কয়েকদিন পরেই লোকসভা ভোট। আর ভোট দিতে গেলে তো ভোটাই আইডি কার্ড লাগবে।

২০২১ সালে e-EPIC লঞ্চ করেছিল সরকার।

একে ডিজি লকারে আপলোড বা হার্ড কপি হিসেবে ব্যবহার করা যেতে পারে।

এহেন ক্ষেত্রে ভোটার লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁরা অনলাইনে ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন।

প্রথমে Service Portal যেতে হবে। সেখানে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিন।

এরপর OTP দিয়ে Verify-এ ক্লিক করে লগ ইন করুন।  

এবার e-EPIC ডাউনলোড ট্যাবে ক্লিক করে EPIC নম্বর বাছুন।

EPIC নম্বর লিখে রাজ্য বাছাই করুন। দিলেই আপনার ভোটার আইডি কার্ডের বিস্তারিত খুলে যাবে।

এরপর OTP দিয়ে Download e-EPIC ক্লিক করে ডাউনলোড করে নিন।