BY- Aajtak Bangla

শরীরে শুধু ছোঁয়ান এই ফুল, বুড়ো বয়সেও জাগবে যৌবন, খেল দেখাবে পুরুষত্ব 

19 April  2024

বয়স বাড়লে তার ছাপ পড়ে চেহারায়। তবে চেহারা থেকে বয়স লুকোতে গেলে নির্দিষ্ট কিছু টোটকা মেনে চলতে হবে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভাসই যে কারও চেহারার জেল্লা বাড়িয়ে দেয়।

আমাদের চারপাশে নানা গাছগাছালি রয়েছে। যৌবন ধরে রাখার জন্য ভেষজের নানা গুণ রয়েছে। এর মধ্যে অন্যতম মোগরা ফুল।

বিশেষজ্ঞদের মতে, মোগরা ফুলে প্রচুর ভেষজ গুণ রয়েছে। এই ফুল ত্বকে লাগালে চামড়া টানটান হবে।

অ্য়ারোমা চিকিৎসায় মোগরা ফুল খুবই উপকারী। এই ফুলের গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ত্বকে এই ফুল লাগাল দাগছোপ দূর হয়। বলিরেখা কমে যায়।

শুধু তাই নয়, এই ফুল সেবনে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে।

চুলের স্বাস্থ্য ফেরাতেও উপকারী মোগরা ফুল। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা শরীরের জন্যও ভাল।