image
image

01 June, 2025

BY- Aajtak Bangla

হঠাৎ কানে, নাকে বা ঠোঁটে চুল গজানো – কিসের সংকেত?

cropped thumbnail Freepik man getting hair loss treatment

এটা কি সাধারণ ঘটনা? না কি শরীর কোনো সংকেত দিচ্ছে?

কানে, নাকে বা ঠোঁটে চুল

image

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরমোনের তারতম্যের কারণে কানে মোটা চুল গজাতে পারে।

কানে চুল

WhatAreNormalBloodSugarLevelsinDiabetes

ডায়াবেটিস বা উচ্চ টেস্টোস্টেরন লেভেলের সঙ্গে এর যোগ থাকতে পারে।

 বিপদের ইঙ্গিত?

নাকের ভেতরে চুল থাকা স্বাভাবিক। কিন্তু বাইরের পাশে হঠাৎ চুল মানে হরমোনের সমস্যা হতে পারে।

নাকে চুল গজানো

অনেক বিশেষজ্ঞ বলেন, নাকের চারপাশে বেশি চুল গজালে লিভার ফাংশন দুর্বল হতে পারে।

লিভারের সম্পর্ক

হাতে পায়ে হঠাৎ প্রচুর চুল গজানো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (PCOS)-এর ইঙ্গিত হতে পারে।

হাতে-পায়ে চুল?

পুরুষদের ক্ষেত্রে এটা সাধারণ, তবে হঠাৎ গজালে হরমোন বা থাইরয়েড সমস্যা হতে পারে।

পুরুষদের ঠোঁটে

সব সময় না। তবে হঠাৎ ঘন বা মোটা চুল গজালে চিকিৎসকের পরামর্শ নিন।

সমস্যা?

চুল গজানোর সঙ্গে অতিরিক্ত ঘাম, ওজন বেড়ে যাওয়া, ব্রণ – এগুলো হলে গুরুত্ব দিন।

গুরুত্ব দিন

হরমোন টেস্ট, রক্ত পরীক্ষা করান। শরীর আগে থেকেই সংকেত দেয় – তাকে বুঝুন।

এড়িয়ে যাবেন না