BY- Aajtak Bangla

কলকাতার আকাশে বিস্ময়! সূর্যের চারপাশে সাতরঙা জ্যোতির্বলয়, দেখুন বিরল মুহূর্তের ছবি

9 April  2024

সোমবার ছিল সূর্যগ্রহণ। যদিও ভারতে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি।

তার পরের দিনই কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশে বিস্ময় ধরা পড়ল।

মঙ্গলবার সকাল ১০টার পর আকাশের দিকে তাকাতেই চোখ কপালে উঠল।

সূর্যের চারপাশে তৈরি হয়েছে রামধনু বলয়। এ এক আশ্চর্যই বটে।

সূর্যের চারপাশে বড় রিং। বৃত্তের কিনারায় রামধনুর ছটা।

সূর্যগ্রহণের পরের দিন কলকাতার আকাশে এমন বিস্ময় দেখতে সকলেরই চোখ আকাশে।

কিন্তু ব্যাপারটা কী? প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি একটি জ্যোতির্বলয়।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এটি মূলত আলোর বিচ্ছুরণের ফলেই তৈরি হয়। বিভিন্ন রঙের মিশেল দেখা যায়।

সূর্যের চারপাশে এই অদ্ভূত দৃশ্য দেখলে  কিন্তু খালি চোখে দেখবেন না। সানগ্লাস পরে দেখুন।

এই প্রথম নয়, এর আগেও কলকাতার আকাশে এমন ঘটনা দেখা গিয়েছে।

২০১৬ সালে কলকাতার আকাশে হঠাৎই সূর্যের চারপাশে এমন বৃত্ত দেখা গিয়েছিল।

২০২১ সালে বেঙ্গালুরুতেও সূর্যের চারপাশে এমন বৃত্ত দেখা গিয়েছিল।