BY- Aajtak Bangla

কিছুতেই হচ্ছে না ঘর ঠান্ডা, আপনার ঘরে কত টনের এসি প্রয়োজন জানেন?

7th May, 2024

তীব্র গরম থেকে রক্ষা পেতে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহার বাড়ছে।

এসি কিনতে গিয়ে আমরা ‘টন’ শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু আমরা অনেকেই হয়তো এই টনের মানে জানি না।

এসির টন বলতে এসির সাইজ বা ওজনকে বোঝায় না। তাই আপনার ঘরের জন্য কত টনের এসির দরকার সেটি জানার জন্য আগে এসির টন বলতে কী বুঝায় তা জেনে নিতে হবে।

মূলত টন হলো একটি ইউনিট, যা আপনার ঘরের আকার এবং অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এসির শীতলতার ক্ষমতা পরিমাপ করতে ব্যবহৃত হয়।

এক টন এসি মানে হলো ১২ হাজার বিটিইউ/আওয়ার, ১.৫ টন মানে হলো ১৮ হাজার বিটিইউ/আওয়ার, এভাবে বাড়তে থাকে।

এক টনের একটি এসি প্রতি ঘণ্টায় ঘর থেকে ১২০০০ বিটিইউ তাপ শোষণ করতে পারে। দুই টন এসি থাকা মানে প্রতি ঘণ্টায় ২৪ হাজার বিটিইউ তাপ বের করে দেওয়া।

আপনার ঘর যদি ১০০-১২০ স্কয়ার ফিটের হয়, সেক্ষেত্রে এক টন এসি যথেষ্ট।

১২০-১৫০ স্কয়ার ফিটের ঘরের জন্য প্রয়োজন ১.৫ টন এসি। আর ১৫০-২৫০ স্কয়ার ফিট বা তার বেশি আয়তনের ঘরের জন্য প্রয়োজন দুই টন ক্ষমতার এসি।

আবার ঘর যদি ২৫১-৪০০ স্কয়ার ফিট বা তার থেকে বেশি আয়তনের হয় তাহলে ২.৫ টন বা তার থেকে বেশি টন এসি কিনতে পারেন।