sun 2ITG 1746270545491
image

BY- Aajtak Bangla

পাতি নারকেল তেলে এটা মেশান, তৈরি সানস্ক্রিন, বাঁচবে টাকা

3 May, 2025

sun 3ITG 1746270604774

গরমকাল মানেই রোদে বেড়িয়ে ট্যান পড়ার দিন শুরু।

sun 4ITG 1746270706742

সূর্যের রশ্মি আমাদের ত্বককে বিভিন্নভাবে ক্ষতি করে। তাই বাইরে রেরোনোর আগে সানস্ক্রিন মাখা জরুরি।

sun 5ITG 1746270772166

রোদে সানস্ক্রিন না মেখে বেরোলে ত্বক পুড়ে, ঝলসেও যেতে পারে। আর তার জন্য বাজার থেকে দামি সানস্ক্রিন সকলেই কেনেন।

ত্বক বাঁচাতে গিয়ে প্রতিমাসেই পকেট থেকে খসে মোটা টাকা। তবে জানেন কী বাড়িতেই সানস্ক্রিন তৈরি হতে পারে।

বাড়িতে থাকা নারকেল তেল দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায় সানস্ক্রিন।  

আসুন তাহলে শিখে নিন কীভাবে নারকেল তেল দিয়ে সানস্ক্রিন তৈরি করবেন।

একটি বাটিতে নারকেল তেল নিন। এবার এতে মিশিয়ে দিন অ্যালোভেরা জেল। এবার ভাল করে মেশান।

দুটি মিশে একেবারে ক্রিমের মতো হয়ে যাবে। ব‍্যাস তৈরি সূর্যের বিরুদ্ধে লড়াই করার বর্ম।

সানস্ক্রিন শুধু সকালে একবার লাগানোই যথেষ্ট নয় বরং সানস্ক্রিন বারবার লাগাতে থাকা জরুরি।

বিশেষ করে রোদে বেরোনোর ২০ মিনিট আগে সানস্ক্রিন অবশ্যই লাগানো উচিত।