BY- Aajtak Bangla

 যা খুশি দিয়ে কান পরিষ্কার নয়! সঠিক পদ্ধতি কী? জানাচ্ছেন বিশেষজ্ঞ

8 APRIL, 2024

অনেকেই কান পরিষ্কারের জন্য পায়রার পালক, সেফটিপিন বা দেশলাই কাঠি ব্যবহার করে।  

তবে এগুলি দিয়ে কান পরিষ্কার করা কি আদৌ উচিত?  

চিকিৎসকেরা জানাচ্ছেন সঠিক পদ্ধতিতে কান পরিষ্কার করলে, তবেই ঠিক থাকবে কান। 

বাজারে অনেক নামিদামি সংস্থার ইয়ার বার্ডস পাওয়া যায়।  কিন্তু সেগুলো পুরোপুরি নিরাপদ নয়।

ইএনটি বিশেষজ্ঞদের মতে, কানের ময়লা পরিষ্কার করার প্রয়োজনই নেই তা নিজে থেকেই বেরিয়ে আসবে।  

খুব বেশি ময়লা হলে নিজে থেকে পরিষ্কার করতে যাবেন না, ডাক্তারের কাছে যান।

স্নানের সময় খেয়াল রাখবেন, যাতে কোনও ভাবে সাবান, শ্যাম্পু ভিতরে না যায়।

 সাঁতার কাটলে কানে ফাঙ্গাসের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তা এড়িয়ে চলতে চিকিৎসকের পরামর্শে নিন। 

এখন কান পরিষ্কার করার অনেক মেশিন পাওয়া যায়। ঠিক মতো ব্যবহার করতে না পারলে, হিতে বিপরীত হতে পারে।