BY- Aajtak Bangla

'তোর টিমে তোর পাশে', বন্ধু হোক এমনই, বাছার আগে ভাবুন দশবার

29 April, 2024

বন্ধু মানেই আনন্দ, কষ্ট ভাগ করে নেওয়া, একসঙ্গে বেড়ে ওঠা। পরিবারের মতোই জীবনের প্রতিটি পর্যায়ে মানুষের জীবনে বন্ধুর প্রয়োজন হয়।

একইভাবে এই বন্ধুত্বের কারণে জীবনে বিপদও চলে আসতে পারে। তাই বন্ধু নির্বাচনের আগে আপনি কাকে আপনার বন্ধু তালিকায় যোগ করছেন তা অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

বন্ধু নির্বাচনের আগে আপনার অবশ্যই খেয়াল করতে হবে সে মানুষটি সৎ কী না। তিনি যদি মিথ্যাচার করাতে অভ্যস্ত হয়ে থাকে, তবে সেই বন্ধুত্ব কখনোই আপনার জন্য সুখকর হবে না।

অবশ্যই বন্ধু নির্বাচনের আগে দেখে নিন সেই মানুষটির মানসিকতা কেমন। মন্দ মানসিকতার কেউ বন্ধু হিসেবে খুব একটা ভালো হবে না।

অবশ্যই বন্ধু নির্বাচনের আগে দেখে নিন সেই মানুষটির মানসিকতা কেমন। মন্দ মানসিকতার কেউ বন্ধু হিসেবে খুব একটা ভালো হবে না।

বন্ধুত্বের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাসের মাধ্যমে। তাই বন্ধু নির্বাচনে এমন কাউকে বাছাই করুন, যার সঙ্গে আপনার পারস্পরিক আস্থার সম্পর্ক গড়ে ওঠে।

স্বার্থের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ হতে পারে না। তাই বুঝে নিন আপনার বন্ধুটি কি নিঃস্বার্থভাবে আপনার পাশে আছে, না কি সুযোগ নিতেই বন্ধুত্ব গড়েছে।

বিপদে বন্ধুর পরিচয়। তাই এমন বন্ধু নির্বাচন করুন, যে আপনার ভালো-খারাপ উভয় সময়ই আপনার পাশে থাকে এবং আপনাকে মানসিকভাবে সহযোগিতা করে।

এমন কোনো বন্ধু নির্বাচন করবেন না, যে তার বন্ধুত্বের সীমা পেরিয়ে আপনার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে।

বন্ধুত্ব গড়ুন তার সাথেই যে মন খুলে আপনার সঙ্গে মিশতে পারে। আপনাকে তার সব কথা বলতে পারে।