gettyimages a0047 000149a 612x612 1
image

23 APRIL, 2025

BY- Aajtak Bangla

২ টাকার শ্যাম্পুর পাতাতেই কিস্তিমাত, ঘর থেকে বাপ বাপ বলে পালাবে ইঁদুর

gettyimages 525973077 612x612 1

ইঁদুরররা রান্নাঘরে রাখা খাবার খায়, জামাকাপড় কেটে দেয়। আজ আমরা আপনাকে এমন টিপস দিতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ইঁদুর ঘর থেকে তাড়াতে পারবেন।

gettyimages 1395845236 612x612 1

তার জন্য লাগবে একটি ছোট রুমাল, ছোট বাটি, দেড় চামচ আটা, ২ টুকরো কর্পূর, লাল লঙ্কার গুঁড়া এবং একটি শ্যাম্পুর পাতা।

gettyimages 1222173286 612x612 1

একটি বাটিতে আটা নিয়ে তাতে লঙ্কা গুঁড়ো ও জল মিশিয়ে নিন। এবার এতে এক প্যাকেট শ্যাম্পুও মিশিয়ে নিন।

এবার রুমালটি ছড়িয়ে ব্রাশের সাহায্যে আটার মিশ্রণটি চারদিকে লাগান। তারপর কর্পূর গুঁড়ো করে কাপড়ে ছিটিয়ে দিন।

এরপর যেখানে ইঁদুর বেশি থাকে সেখানে এই কাপড়টি বিছিয়ে রেখে দেন। এখন যখন ইঁদুররা সেখানে আসবে, তারা এটি খাওয়ার চেষ্টা করবে এবং মুখে জ্বালা হলেই পালিয়ে যাবে।

আপনি তামাক দিয়ে ইঁদুর তাড়াতে পারেন। বেসন বা ময়দার সঙ্গে মিশিয়ে একটি ট্যাবলেট তৈরি করতে হবে এবং রান্নাঘরের সেই সব জায়গায় রাখতে হবে যেখান থেকে ইঁদুর সবচেয়ে বেশি আসে।

ইঁদুররা ফটকিরি একেবারেই পছন্দ করে না, এমন অবস্থায় এর গুঁড়োর দ্রবণ তৈরি করে গর্তের চারপাশে ছিটিয়ে দিন।

আপনি ইঁদুর তাড়াতে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, কারণ তারা এর গন্ধ একেবারেই পছন্দ করে না।