26 April, 2024

BY- Aajtak Bangla

হেনা-কলপের বাপ! সাদা চুলকে কালো করবে এই বিশেষ তেল, দিদিমাদের টোটকা

বয়স বাড়ার আগেই চুল সাদা হয়ে যাওয়ার সমস্যা এখন খুব বেশি বেড়েছে।

ততই বাড়ছে চুল রং করার হিড়িক। এই রঙে থাকে ক্ষতিকর কেমিক্যাল। যার জন্য ক্যান্সারও হতে পারে।

চুলে হেনা করা যদিও ভালো, কলপ বা রং করা একেবারেই ভাল নয়।

এগুলি শুধু চুলই নয়, মাথার স্ক্যাল্পের জন্যও ভালো নয়। 

কলপ করলে চুল সাদা হয়ে যায় এমনকী সেখান থেকে আসতে পারে নার্ভের সমস্যাও।

তাই নিঃসন্দেহে ভরসা রাখতে পারেন বাড়িতে বানানো এই তেলের ওপর। মা-দিদিমাদের টোটকা এই তেল। কীভাবে বানাবেন?

একটি লোহার কড়াই ভাল করে গরম করে তিন বড় চামচ সর্ষের তেল আর নারকেল তেল দিতে হবে। 

এবার আঁচ একেবারে কমে এলে এক চামচ হলুদ গুঁড়ো বা কাঁচা হলুদ বেটে এক চামচ দিতে পারেন। 

এক চামচ মেথি গুঁড়ো মিশিয়ে ভাল করে গরম করতে হবে। ভাল করে নাড়তে নাড়তে ওর মধ্যে ১ প্যাকেট কফি গুঁড়ো মিশিয়ে দিতে হবে যতক্ষণ না রং আসে। 

গাঢ় রং হলে গ্যাস অফ করে দিন। এবার তা নামিয়ে ঠান্ডা করে নিন। এই তেল চুলের ঝরাও কমিয়ে দেবে। ঠান্ডা হলে তা ছেঁকে একটা পাত্রে রেখে দিন। 

সপ্তাহে দু'দিন এই তেল মেখে পরদিন শ্যাম্পু করুন। ৬ মাস পর আশ্চর্যকর ফল পাবেন।