teeth
image

BY- Aajtak Bangla

ঠান্ডা-কাশি হলে কি টুথব্রাশ বদলানো জরুরি?

16 Jun, 2025

teeth

এমন অনেক রোগই আছে, যা হাঁচি-কাশি কিংবা লালার মাধ্যমে ছড়ায়। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন চলে আসে, মুখের এমন নিঃসরণের মাধ্যমে যেসব রোগ ছড়ায়, সেসব কি টুথব্রাশের মাধ্যমেও ছড়ায়?

teeth

মুখের নিঃসরণ বা হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়, এমন রোগে যখন আপনি আক্রান্ত, তখন এসব খারাপ জীবাণু আপনার টুথব্রাশে পৌঁছে যায় অনায়াসেই।

teeth

ওই টুথব্রাশ ব্যবহার করার সময় এসব খারাপ জীবাণু আবার সেখান থেকেই আপনার মুখে ফিরে যেতে পারে।

তাই রোগাক্রান্ত সময়ের টুথব্রাশ থেকে ওই জীবাণু দিয়ে নিজের দেহে পুনরায় সংক্রমণের ঝুঁকি থাকে না।

– তিন-চার মাস অন্তর টুথব্রাশ বদলাতে হবে সবাইকেই।

– একই হোল্ডারে একাধিক ব্যক্তির টুথব্রাশ না রাখাই ভালো। আলাদা আলাদা হোল্ডার ব্যবহার করুন এবং সেসব বেশ কয়েক ইঞ্চি দূরত্বে রাখুন। – 

– শুকনা জায়গায় টুথব্রাশ রাখুন। বাথরুমের সামনের দেয়ালে টাইলস করে হোল্ডার গড়ে নিতে পারেন।

টুথব্রাশ ব্যবহার করার পর ধুয়ে রাখা হলেও তাতে আপনার মুখের জীবাণু রয়ে যায়। তাই একজনের টুথব্রাশ থেকে অন্যজনের কাছে ছড়িয়ে পড়তেই পারে জীবাণু।

দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে ও সুন্দর হাসির জন্য নিয়মিত একজন ডেন্টিস্টের পরামর্শ নেওয়া ভালো।