BY- Aajtak Bangla

স্ট্রোক হওয়ার এক সপ্তাহ আগেই দেয় ৭ সঙ্কেত, সতর্ক না হলেই বড় বিপদ

28 February, 2024

এই রোগ বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্যে।

আসলে মাথায় ঠিক করে রক্ত সরবরাহ না হলে, রক্তনালি ফেটে যায়।

ফলে অক্সিজেন না পৌঁছাতে পেরে মস্তিষ্কের কাজ করা বন্ধ হয়ে যায়।

ভয়াবহ এই রোগটি হল স্ট্রোক বা ব্রেন স্ট্রোক, কিন্তু এর লক্ষণ দেখা যায় আগে থেকেই।

কী কী লক্ষণ দেখা যায় স্ট্রোক হলে, জেনে নিন বিস্তারিত।

স্ট্রোক হওয়ার এক সপ্তাহ আগে হাত-পায়ে ব্যথা শুরু হয়, অসাড় লাগে।

স্মৃতিতেও এর প্রভাব পড়ে, ভুলতে শুরু করে মানুষ ও মনোযোগে ব্যাঘাত ঘটে।

স্ট্রোক হওয়ার সাতদিন আগে থেকে মাথা ঘোরা শুরু হয়।

এছাড়াও কথা জড়িয়ে আসে, চোখ ঝাপসা হয়ে আসে।

এইসব লক্ষণ যদি দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।