hil 2ITG 1750252790593
image

BY- Aajtak Bangla

গঙ্গার ইলিশ কোনটা বুঝবেন কী করে? টিপস দিলেন আড়ৎদার

18 June, 2025

cropped Hilsa disadvantages bengali

ভরা বর্ষায় বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ। আর এই সময় ইলিশ মাছ না খেলে এই মরশুমটাই বৃথা।

doi ilish hilsa with curd recipe main photo

ভাজা থেকে পাতুরি, ভাপা থেকে সর্ষে সব পদই দারুণ হয়।

hil 3ITG 1750252928387

বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা পেলে বাঙালির আর কী চাই।

বর্ষার দিনে বাড়িতে বাড়িতে চলে ইলিশ উৎসব।

তবে কোনটা পদ্মার ইলিশ আর কোনটা গঙ্গার ইলিশ তা চিনতে অনেকে হিমসিম খায়।

পদ্মায় সাধারণত তিন রকমের ইলিশ পাওয়া যায়, পদ্মা ইলিশ, চন্দনা ইলিশ ও গুর্তা ইলিশ।

অন্যদিকে গঙ্গায় দুই ধরনের ইলিশ-খোকা ইলিশ ও ইলিশ। ছোট ইলিশগুলিকেই খোকা ইলিশ বলা হয়।

তবে বাজারে গিয়ে অনেকেই অনেক সময়ই অনেকে পদ্মা আর গঙ্গার ইলিশের পার্থক্য করতে পারেন না। 

ফলে পদ্মার ইলিশ ভেবে গঙ্গার ইলিশ কিনে ঠকতে হয়। তাই সেই ভুল যাতে না হয় তার জন্য রইল ইলিশ চেনার উপায়।

গঙ্গা ও পদ্মার ইলিশের মধ্যে বাহ্যিক পার্থক্য হল গঙ্গার ইলিশের গায়ে সোনালি আভা থাকে এবং পদ্মার ইলিশের গায়ে থাকে এক ধরনের গোলাপি আভা।

তবে পদ্মা হোক কি গঙ্গার দুই ইলিশের ক্ষেত্রেই ডিম ছাড়ার আগে মাছের স্বাদ বেশি থাকে।