26 February 2024

BY- Aajtak Bangla

সুখ ও শান্তি দুই আসবে, মেনে চলতে হবে বিকাশ দিব্যকীর্তির এই কথা

বিকাশ দিব্যকীর্তিকে অনেকেই ফলো করেন, তাঁর কথা গুণমুগ্ধ হয়ে শোনেন লাখ লাখ মানুষ। 

কীভাবে আপনি সুখী হবেন, এই বিষয়ে শিক্ষাবিদ বিকাশ দিব্যকীর্তি এমন একটি সমাধান দিয়েছেন যা সবার মেনে চলা উচিত। 

বিকাশ দিব্যকীর্তির মতে, প্রত্যেকের জীবনে স্ট্রেস থাকে, চাপ থাকে কিন্তু তা থেকে মুক্তির উপায়ও আছে। 

সেটি হল নিজের সঙ্গে এক ঘণ্টা সময় কাটানো। ক্রিয়েটিভ কোনও কাজ করা। যেমন ছবি আঁকা, গান শোনা, বই পড়া, সিনেমা দেখা ইত্যাদি। 

বিকাশ দিব্যকীর্তির মতে, যতই চাপ-অশান্তি জীবনে থাক না কেন, এই কাজগুলো দিনে একবার করলে চাপমুক্ত হওয়া সম্ভব। 

তাঁর মতে, কোনও অনাথ আশ্রম বা গরিব শিশুদের মধ্যে সময় কাটালেও অনেক চাপ মুক্ত হওয়া যায়। জীবনের নতুন মানে খোঁজা সম্ভব হয়। 

তখন আর মনে হয় না খারাপ আছি, বরং যার প্রয়োজন তার পাশে দাঁড়ালে মনে শান্তি পাওয়া যায়। 

মনে হয়, সারাদিনে একটা ভালো কাজ করা গেল। ক্রিয়েটিভ কাজ করেও মনে শান্তি আসে বলে মন  বিকাশ দিব্যকীর্তির। 

বিকাশ দিব্যকীর্তি আরও জানান, তিনি নিজেও এই নীতি মেনে চলেন। যে কোনও মানুষের জীবনে সুখ-শান্তি আনতে এই নীতি মেনে চলা দরকার।