11 April, 2024

BY- Aajtak Bangla

বাইক বা স্কুটি চালানোর সময় সবাই যে ভুলটি করে

বাইক বা স্কুটি এখন কমবেশি সবাই চালান। যুবক হোন বা বয়স্ক মানুষ, বাইক বা স্কুটির উপরেই ভরসা করেন কমবেশি সবাই।

অথচ এই বাইক বা স্কুটি চালানোর সময় সবাই কমবেশি ভুল করে। যার মাশুল গুনতে হয়। কখনও অ্যাক্সিডেন্ট হয় আবার কখনও বরাত জোরে বেঁচে যান অনেকে। ভয় হয়?

বাইক বা স্কুটি চালানোর সময় আপনার বাহনটির স্পিড যেমনই থাক না কেন সব সময় সামনের ব্রেক আগে কষুন। তাহলে আপনার বাইক বা স্কুটির চাকা কখনও স্কিড করবে না। 

মাথায় রাখুন আপনার সামনে কোনও বাস বা বড় বাহন থাকলে বাইক বা স্কুটি আস্তে চালান। 

আসলে সামনে বড় গাড়ি থাকলে সিগন্যালের লাইট দেখা যায় না। সেক্ষেত্রে আচমকা সেই বড় গাড়ি ব্রেক কষলে দুর্ঘটনায় পড়তে পারেন। 

বাড়ি থেকে বেরোনোর সময় হেলমেট নিতে ভুলবেন না। যত কমই দূরত্বে যান না কেন, রাস্তার অবস্থা আপনার হাতে নেই। তাই হেলমেট পরুন। 

সিগন্যাল থেকে বাইক ফের চালানো শুরু করার আগে দেখে নিন আপনার সামনের পিছন থেকে কোনও বাহন আসছে কি না। না হলে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। 

বাইক বা স্কুটি সিগন্যালে দাঁড় করানোর সময় স্টার্ট বন্ধ করে দিন। তাহলে গাড়ির তেল বাঁচবে।