debt stress
image

BY- Aajtak Bangla

প্রচুর ধার-দেনা হয়ে গেছে? এই টোটকায় মুক্তি মিলবে ঋণের বোঝা থেকে 

16 JUNE, 2024

money

 বিভিন্ন কারণে মানুষ ঋণে জর্জরিত হন। ঋণ পরিশোধের পর ব্যক্তির আর্থিক অবস্থার অবনতি হতে থাকে।

Money

বাস্তুশাস্ত্রে এর কিছু প্রতিকার বলা রয়েছে। যা মানলে, ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারেন আপনি।  

money

মঙ্গলবার শিব মন্দিরে গিয়ে, দুধ ও জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন এবং মুসুর ডাল নিবেদন করুন। 

প্রতি মঙ্গল ও শনিবার বজরঙ্গবলিকে তেল ও হলুদ সিঁদুর মাখিয়ে হনুমান চালিশা পাঠ করুন। 

রাতে, মাথার কাছে একটি পাত্রে বার্লি ভরে রাখুন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে কোন অভাবীকে সেটি দান করুন। 

বুধবার দেড় মুঠো মুগ ডাল সিদ্ধ করে ঘি ও চিনি মিশিয়ে গরুকে খাওয়ালে দ্রুত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। 

হনুমানকে গুড়-ছোলা-কলা, গরুকে রুটি এবং পাখিকে শস্য খাওয়ালেও ঋণ থেকে মুক্তি পাওয়া যায়।

বাস্তু অনুসারে বাড়ির উত্তর-পূর্ব কোণ পরিষ্কার রাখুন। এটি করলে, আপনি দ্রুত ঋণ থেকে মুক্তি পেতে পারেন।

শুক্লপক্ষের বুধবার থেকে নিয়মিত গণেশ স্তোত্র পাঠ করুন। এতে ঋণ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয়।