kukur 3ITG 1746381814469
image

4 May, 2025

BY- Aajtak Bangla

ফাঁকা রাস্তায় ঘিরে ধরেছে একপাল কুকুর? এই সহজ ট্রিকসে বাঁচুন

kukur 4ITG 1739293723591

কুকুরদের নিজস্ব এলাকা থাকে। অচেনা লোক দেখলেই তাড়া করে। আর একবার কামড় খেলে বিস্তর ঝঞ্ঝাট।

dog 2ITG 1737298782151

দেশের বিভিন্ন রাজ্যে এক দঙ্গল কুকুর তাড়া করে মেরেও ফেলেছে অনেককে। তাই একা থাকলে সাবধান!

kukur 3ITG 1739293732229

হাতে খাবার থাকলে আরও কুকুরের রোষানলে পড়বেন। কীভাবে কুকুরের হাত থেকে বাঁচবেন, সেই টেকনিক শিখে নিন।

একটা কুকুর ঘেউ ঘেউ করলেই বাকি কুকুররাও তাল মেলায়। তখন দেখবেন একসঙ্গে ১০-১২ কুকুর আপনাকে ঘিরে ধরবে। 

কুকুর ঘেউ ঘেউ করলে ভয় পাবেন না। দৌড়বেনও না। তাহলেই  সে আপনাকে শিকার মনে করবেন। 

কুকুরের সংখ্যা কম হলে তাড়া করলে নীচু হয়ে একটা ঢিল তোলার বাহানা করুন। দেখবেন পালাবে।

আপনার হাতে ব্যাগ বা ছাতা থাকলে সেটিকেও কাজে লাগাতে পারেন। কুকুর তাড়া করলে সেই ব্যাগ বা ছাতা ঘোরান। কুকুর ভয় পেয়ে যাবে।

কুকুরের চোখের দিকে তাকাবেন না। সে তখন নিজেই ভয় পেয়ে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই শান্ত হয়ে হেঁটে চলুন।

অনেকগুলি কুকুর শুয়ে থাকলে সামনে দিয়ে হাঁটবেন না। দূরত্ব রাখুন। সামনে দিয়ে হাঁটলে সে ভয় পেতে পারে।    

সবথেকে ভালো হয় যে রাস্তায় দূর থেকে দেখবেন এক দঙ্গল কুকুর, সেই রাস্তা এড়িয়ে চলুন।