18 April, 2024

BY- Aajtak Bangla

অল্প বয়সেই হবেন কোটিপতি, বিদুরের এই ৪ নীতি রপ্ত করুন

মহাত্মা বিদুর মহাভারত যুগের সমসাময়িক ছিলেন। তাঁর পিতা মহর্ষি বেদব্যাস। যিনি মহাভারত মহাকাব্য রচনা করেছেন।

বিদুর তাঁর কূটনীতির জন্য পরিচিত ছিলেন। একজন দক্ষ রাজনীতিবিদ ছিলেন বিদুর। আজও তাঁর চিন্তা ও নীতি প্রাসঙ্গিক। যদি জীবনে সফল হতে চান, তাহলে অবশ্যই বিদুরের এই নীতিগুলি অনুসরণ করুন।

বিদুর বলেন, এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত, যারা অন্যের সুখে অংশ নেয় না। এ ধরনের মানুষ কোনও না কোনও সময় প্রতারণা করতে পারে। তাই এদের থেকে দূরে থাকা উচিত। এগুলি সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বিদুর বলেন, জীবনে যদি সফল হতে চান তাহলে মিথ্যার ভিত্তির ওপর কখনও কোনও সম্পর্ক স্থাপন করবেন না। যদি ব্যবসায়ী হন তবে ভুল করেও এটি করবেন না। মিথ্যা ও প্রতারণার ভিত্তিতে স্বল্পমেয়াদী সাফল্য অর্জিত হয়। এতে কেরিয়ার বা ব্যবসা নষ্ট হয়ে যাবে।

এ জন্য সত্যের পথ অবলম্বন করুন। কঠোর পরিশ্রম করলে দেরিতে হলেও সফলতা একদিন আসবেই।

যারা বারবার দল পরিবর্তন করে তাদের থেকে সতর্ক থাকা উচিত। বিশ্বাসের যোগ্য নয়। তারা কখনই কারও ঘনিষ্ঠ হতে পারে না এবং নিজের সুবিধার জন্য যে কাউকে ঠকাতে পারে। 

সফল হতে চাইলে এদের সঙ্গ ছাড়ুন। সাফল্যে বাধা হয়ে দাঁড়াতে পারে এরা।

বিদুরের মতে, যারা নিজের আত্মাকে কষ্ট দিয়ে অর্থ উপার্জন করে তারা কখনওই সুখে থাকতে পারে না। এ জন্য শরীর ও আত্মাকে কষ্ট দিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করবেন না। 

এতে নানা ধরনের রোগ হয়। সমস্ত অর্থ রোগের চিকিৎসায় ব্যয় হয়।