481784709 1176398153855759 1671802204693703038 nITG 1747988858059
image

23 MAY 2025

BY- Aajtak Bangla

মা না বউ, কাকে বেশি ভয় পান অভিষেক? রহস্য ফাঁস বোনের

480665489 1173008424194732 4807038137578953704 nITG 1747988951192

করণ জোহরের কফি উইথ করণ শো-তেই ফাঁস হয়েছে অভিষেক বচ্চনের এই রহস্য। 

123432725 2264249437032797 5737196242846729620 nITG 1747989038158

করণ জোহরের এই শো-এর নানা মুহূর্ত অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তেমন একটা ছোট অংশেই ফাঁস হল অভিষেকের রহস্য। 

480497827 1170777277751180 216504695715739653 nITG 1747989022131

অভিষেক কাকে বেশি ভয় পান, তা ফাঁস করে দিয়েছেন খোদ বোন শ্বেতা। 

কফি উইথ করণে তাঁকে প্রশ্ন করা হয় মা জয়া না বউ ঐশ্বর্য কাকে বেশি ভয় পান? অভিষেকের জবাব ছিল, মা। 

সঙ্গে সঙ্গে শ্বেতা বলে ওঠেন,  'না বউ'। কটমট করে বোনের দিকে তাকান অভিষেক। বলেন, 'আমার ব়্যাপিড ফায়ার, আমাকেই বলতে দাও।'

প্রায়শই অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্বের নানা খবর রটে যায়। তার মাঝেই এবার ভাইরাল এই ভিডিও ক্লিপ। 

শ্বেতা বলেন, মায়ের বিষয় কিছু বলতে গেলে অভিষেক ভাবছেন না। বউয়ের কথা এলেই ভেবে চিন্তে উত্তর দিচ্ছেন। 

এদিকে, কান কার্পেটে মোহময়ী ঐশ্বর্যকে দেখা গিয়েছে অনবদ্য সাজে। নজর কেড়েছে তাঁর সিঁথি ভর্তি সিঁদুর। 

শাড়ির পর দেখা গিয়েছে কালো গাউনে। নজর কেড়েছে বেনারসি ওড়না, যেখানে রয়েছে সংস্কৃত শ্লোক।