YT Community postITG 1745949933367
image

29 April, 2025

BY- Aajtak Bangla

টানা ৬ মাস কালো থাকবে পাকা চুল, এভাবে এক চামচ কফি দিয়ে বানান ডাই

white hair 2

মানসিক চাপ, খাওয়াদাওয়ার অনিয়মের কারণে কম বয়সেই এখন চুল পাকছে নারী পুরুষের।

white hair problem solution

চুলে রাসায়নিক রং ব্যবহার করার কয়েক দিন পরে আবার পাকা চুলে বেরিয়ে আসে।

confused lovely female teenager holds chin looks thoughtfully aside has dark hair wears striped sweater isolated white wall

পাকা চুল ৬ মাস থাকবে কালো। রাসায়নিক রং নয়, প্রাকৃতিক রং বানান।

দু'প্যাকেট কফি পাউডার, ২ চামচ হেনা পাউডার, ১ চামচ গ্রিন টি পাউডার,২ চামচ দই এবং প্রয়োজনীয় জল।

গ্যাসে অল্প আঁচে রাখুন একটি প্যান। তাতে কফি, হেনা এবং গ্রিন টি পাউডার দিন।

আধ গ্লাস জল দিয়ে ভালো করে মেশান। তৈরি হবে পেস্ট।

গ্যাসের আঁচ কম রাখুন। সব জল শুকিয়ে যাওয়া পর্যন্ত গরম করুন

২ চামচ দই দিয়ে পেস্টটি আরও গরম করুন।

মিশ্রণের রং কালো থকথকে হয়ে গিয়েছে। এবার একটি বাটিতে নিয়ে নিন।

পেস্টটি আপনার চুলে লাগান। আধ ঘণ্টা রেখে দিন। শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন।