ipl 1

৫ দামি ক্রিকেটার যারা এবারের IPL-এ ব্যর্থ

image

25 May, 2023

BY- Aajtak Bangla

ben stokes 11

একাধিক বড় ক্রিকেটার এবারের IPL-এও ব্যর্থ হয়েছেন। অনেক টাকা দিয়ে দলে নেওয়া হলেও পারফর্ম করতে পারেননি এঁরা।

stokes 22

নিলামে ১৬ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে চেন্নাই কেনে বেন স্টোকসকে। হাঁটুর চোটের জন্য মাত্র দুটি ম্যাচ খেলেছেন তিনি

stokes 33

সব মিলিয়ে ব্যাট হাতে ১৫ রান করার পাশাপাশি এক ওভার বল করে ১৮ রান খেয়েছেন তিনি।

ইংল্যান্ডের হ্যারি ব্রুকও আইপিএল-এর মঞ্চে ব্যর্থ। তাঁকেও ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে কেনে SRH

হায়দরাবাদের এই ব্যাটার ১১টি ম্যাচে করেন ১৯০ রান। কেকেআর-এর বিরুদ্ধে শতরান করলেও ব্যর্থতাই সঙ্গী হয়েছে তাঁর।

আরও এক ইংরেজ বোলার জোফ্রা আর্চারকে আট কোটি টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স।

কিন্তু তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। তাঁর পর চোট পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে যান।

ইংল্যান্ডের আরও এক ক্রিকেটার স্যাম কারেনকে কিনেছিল পঞ্জাব কিংস। ১৮ কোটি ৫০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল প্রীতি জিন্টার দল।

১৪ ম্যাচে ব্যাট হাতে তিনি করেন ২৭৪ রান এবং বল করতে গিয়ে নেন ১০ উইকেট। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাও এই তালিকায় রয়েছেন। ছ’ম্যাচে নেন সাত উইকেট।

৯ কোটি ২৫ লক্ষ টাকার এই পেসারকেও নিয়েছিল পঞ্জাব কিংস। গত বছরও আইপিএলে বল হাতে ব্যাটারদের ঘুম কেড়ে নিলেও এবারে ব্যর্থ তিনি।