31 March, 2024

BY- Aajtak Bangla

বাড়িতে রোদ কম? এই ৫টি বাহারি গাছ করুন

বাড়িতে রোদ কম? এই ৫টি বাহারি গাছ করুন

বাড়িতে বেশি রোদ নেই। অথচ গাছের শখ। অনেকেরই এমনটা আছে।

অনেকেরই বাগানে বড় গাছ বা আশেপাশের বাড়ির কারণে রোদ কম।

আবার ফ্ল্যাটবাড়ির ব্যালকনিতেও রোদ কিছুটা কম থাকতে পারে। সেক্ষেত্রে কেমন গাছ করবেন?

কম আলোয় হয় এমন গাছ বেছে নিন। বেশিরভাগ ইন্ডোর প্ল্যান্টই তুলনামূলক কম আলোতে ভাল থাকে। তবে বেশি জল দেওয়া যাবে না।

১. পিকক জিনজার: একেবারে কম আলোতেই এই গাছ ভাল হয়। বর্ষায় বেগুনি ফুলও পাবেন।

২. এরিকা পাম: কম আলোতেই এই গাছের পাতা বেশি সবুজ থাকে।

৩. সিঙ্গোনিয়াম: কম আলোতেই হবে এই লতানে ইন্ডোর প্ল্যান্ট।

৪. কোলিয়াস: একটু রঙ-সহ বাহারি পাতা চাইলে এই গাছটি বেছে নিতে পারেন।

৫. স্পাইডার প্ল্যান্ট: এটিও কম আলোতে ভাল হয়। বেশি রোদে রাখলে গাছ শুকিয়ে যায়।