24 April,, 2024

BY- Aajtak Bangla

কত টেম্পারেচারে AC চালালে কারেন্টের বিল কম আসে, টিপস দিলেন মমতা

তীব্র দাবদাহের ফলে প্রায় প্রতি বাড়িতেই এসি চালাতে হচ্ছে। ফলে প্রচুর বিদ্যুৎ নষ্ট হচ্ছে। আর তা নিয়েই এবার টিপস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় এসি চালানোর ব্যাপারে মুখ খুলেছেন মমতা। কত টেম্পারেচারে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে তাও জানান তিনি।

রাজ্যের মানুষদের জন্য টিপস দিলেন মমতা। রাজনৈতিক সভাতেই এই ব্যাপারে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, 'অনেকে এসি কীভাবে ব্যবহার করতে হয়, তা জানেন না। অনেকে ১৭-এ চালিয়ে রাখেন। দার্জিলিং-এ থাকবেন বলে।'

পাশাপাশি তিনি এও বলেন, 'কিন্তু বিদ্যুতের যে চাহদা বাড়ছে, আমি এত এসি ব্যবহার করি না। যদি কখনও করি, তবে যে ঘরে সে ঘরে চালাই না।'

এরপরেই বিদ্যুতের বিল কমানোর টিপস দেন মমতা। বলেন, 'আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন। অপচয় করবেন না।'

গবেষকদের কথা তুলে ধরে তাঁর দাবি, 'পচিশের নীচে নামানো উচিত নয়। যত্রতত্র বিদ্যুৎ অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হবে।' 

শুধু তাই নয়, এ দিনের সভায় মমতা জল অপচয় রোধ করতেও বার্তা দিয়েছেন।