4th May, 2024

BY- Aajtak Bangla

মা-বাবার আদরের হয় প্রথম সন্তান, কারণ জানলে অবাক হবেন

মা-বাবার কাছে তাঁর সব সন্তানই খুব প্রিয় হয়। সন্তানদের মধ্যে কোনও ভেদাভেদ রাখে না তাঁরা।

তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে মা-বাবার কাছে তাঁদের দ্বিতীয় সন্তানের চেয়েও প্রথম সন্তান বেশি প্রিয় হয়ে থাকে।

বড় সন্তান, সেটা ছেলেই হোক বা মেয়ে, মা-বাবার কাছে তাঁরা একটু বেশি মাত্রায় ভালোবাসা পায়।

বড় সন্তানের প্রতি মা-বাবা যতটা স্নেহশীল হয় ছোটদের প্রতি ততটাই কঠোর হয়ে থাকে মা-বাবা।

একটি গবেষণায় অভিভাবকরা নিজেরাই স্বীকার করেছেন যে তাঁরা তাঁদের ব় সন্তানকে বেশি ভালোবাসে।

গবেষকদের মতে, এটার পিছনে রয়েছে একটি কারণ। আসলে বড় সন্তান হল মা-বাবার সেই সময়কার, যখন হয়ত তাঁরা জীবনে সংঘর্ষ করছে।

অথবা অনেক কঠিনতার পর প্রথম সন্তান এসেছে স্বামী-স্ত্রীর জীবনে। এছাড়াও, স্বামী-স্ত্রীর ভালোবাসার ফসল হয়ে থাকে প্রথম সন্তান।

তাই মা-বাবার কাছে তাঁদের প্রথম সন্তান অনেক প্রিয় হয়।

তবে এটা কখনই হওয়া উচিত নয়, মা-বাবার কাছে তাঁদের সব সন্তানই সমান হয়।

সব মা-বাবার চেষ্টা করা উচিত তাঁদের সন্তানদের প্রতি একই মনোভাব রাখা।