gettyimages 1463896892 612x612ITG 1748428991766
image

28 MAY, 2025

BY- Aajtak Bangla

রোজ পাখিদের খাওয়ালে কী হয়, লাভ নাকি লোকসান? 

WhatsApp Image 2025 05 28 at 160438ITG 1748428820479

শিয়ালদা বা শিয়ালদহ স্টেশন থেকে বহু মানুষ ট্রেন যাতায়াত করেন। শুধু স্টেশন নয়, একটা এলাকার নামই শিয়ালদা।

WhatsApp Image 2025 05 28 at 160442ITG 1748428817815

এশিয়া মহাদেশের ব্যস্ত রেল স্টেশনগুলোর মধ্যে অন্যতম শিয়ালদা রেল স্টেশন। 

WhatsApp Image 2025 05 28 at 160503ITG 1748428815394

তবে জানেন কি শিয়ালদা নাম কেন হল? ওখানে কি আগে শিয়াল থাকত?

শিয়ালদা নাম কবে হয়েছিল, তার কোনও নির্দিষ্ট তথ্য ও প্রমাণ নেই।

কীভাবে শিয়ালদা নামের উৎপত্তি হল সে বিষয়ে কোনও নথি নেই।    

ইতিহাসবিদ পি থাঙ্কপ্পন নায়ারের দাবি, এই নামের সূত্রপাত সম্ভবত সেই সময়ে, যখন কলকাতা ছিল মূলত জলাভূমি, যার মধ্যে গজিয়ে উঠেছিল কিছু দ্বীপ।

‘শিয়ালদা’ সম্ভবত ছিল ‘শিয়ালডিহি’। 

পুরনো অভিধান অনুযায়ী ‘শিয়াল’ শিয়রে বা পূর্বদিক এবং ডিহি কথাটার অর্থ গ্রাম।

কলকাতার পত্তনের পর সেই শিয়ালডিহিই কালক্রমে হয়ে গিয়েছে শিয়ালদহ, তারপর শিয়ালদা হয়েছে।