WhatsApp Image 2025 06 08 at 44440 PMITG 1749381476069
image

8 JUNE 2025

BY- Aajtak Bangla

v

৫০-এও শরীর থাকবে ৩০-এর মতো, কলাজেন বাড়াতে খান ৫ খাবার

confused lovely female teenager holds chin looks thoughtfully aside has dark hair wears striped sweater isolated white wall

বয়স বাড়ার সঙ্গে বাড়তে থাকে বলিরেখা। ৩০ পেরোতে না পেরোতেই অনেকে বুড়িয়ে যান।

Anti Ageing Formula bangla best anti aging tips these habits make you older

কোলাজেনের অভাবে মুখ বুড়িয়ে যায়। কোলাজেন একটি প্রোটিন। যা যৌবন ধরে রাখে। 

anti aging 3

হাড় মজবুত, ত্বক সুন্দর, চুল নরম ও পেশি মজবুত রাখতে শরীরে কোলাজেন দরকার। 

বয়স বাড়লে কমে কোলাজেন। ত্বক বুড়িয়ে যেতে থাকে।

৫ খাবার খেলে বাড়ে কোলাজেন। বেশিদিন ধরে রাখতে পারবেন যৌবন। 

টোফু- কোলাজেন ৩টি অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, লাইসিন এবং প্রোলিন দ্বারা গঠিত। তা মেলে টোফুতে।

টক ফল- কোলাজেন তৈরির জন্য ভিটামিন সি দরকার। কমলালেবু, আঙুর ও আমলা ভিটামিন সি সমৃদ্ধ। ত্বককে তরুণ রাখে।

ছোলা- এতে গ্লাইসিন নামে অ্যামিনো অ্যাসিড থাকে। ছোলা খাওয়া ত্বকে বলিরেখা কমায়।

চিকেন- চিকেনে প্রচুর কোলাজেন মেলে। যৌবন ধরে রাখে।

দুধ জিঙ্ক সমৃদ্ধ। যা শরীরে কোলাজেন উৎপাদন বাড়ায়। কোলাজেন পেতে দুধ, দই, পনির, মাখন খান।