BY: Aajtak Bangla 

অবশেষে অস্কার: এমএম কিরাবাণী

13 MARCH 2023

আগেই  গোল্ডেন গ্লোবস

ইতিমধ্যেই এমএম কিরাবাণীর হাত ধরে দেশে গোল্ডেন গ্লোবস পুরস্কার এসেছে।

এবার অস্কার

গত ৬৬ বছরে 'মাদার ইন্ডিয়া', 'সালাম বম্বে' ও 'লগান' যা করতে পারেনি, সেটাই করে দেখালেন কিরাবাণী। 

ভারতীয় প্রোডাকশনের সিনেমাকে অস্কার পাওয়ালেন

এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির নাটু নাটু গানটির জন্য এমএম কিরাবাণী অস্কার জয় করেছেন। 

ভারতীয় সঙ্গীত বিশ্ব মঞ্চে

গোল্ডেন গ্লোবের পর অস্কারের মঞ্চে ইতিহাস গড়ল RRR। এমএম কিরাবাণীর তৈরি নাটু নাটু গানটি বেস্ট অরিজিন্যাল সং বিভাগে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জিতেছে।

কিরাবাণীর  লক্ষ্য অস্কার

ডলবি থিয়েটারে সেরা অরিজিন্যাল গান হিসেবে নাটু নাটুর নাম ঘোষণা হওয়ার পর উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় টিম RRR-কে। 

পরিচালক রাজামৌলির আত্মীয়

১৯৬১ সালের ৪ জুলাই অন্ধ্রপ্রদেশের কোভভুর শহরে কিরাবাণীর জন্ম। কিরাবাণী পরিচালক রাজামৌলি এবং সঙ্গীত পরিচালক এমএম শ্রীলেখার খুড়তুতো ভাই।

নিজের নামও বদলান

৩৩ বছর বয়স থেকে একাধিক ভাষার গানে সুর দিচ্ছেন। কিছু বছর আগে ব্যক্তিগত কারণে নিজের নাম বদলে করিম করে নেন। 

তৃতীয় আন্তর্জাতিক পুরস্কার

২০২৩ সালের এই অস্কার, এই বছর তাঁর তৃতীয় আন্তর্জাতিক পুরস্কার। ১৯৯১ সালে প্রথমবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান ও ১৯৯৭ সালে প্রথমবার জাতীয় পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে।

ইতিমধ্যেই এমএম কিরাবাণীর হাত ধরে দেশে গোল্ডেন গ্লোবস পুরস্কার এসেছে। গত ৬৬ বছরে 'মাদার ইন্ডিয়া', 'সালাম বম্বে' ও 'লগান' যা করতে পারেনি, সেটাই করে দেখালেন কিরাবাণী। এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর ছবির নাটু নাটু গানটির জন্য এমএম কিরাবাণী অস্কার জয় করেছেন।