BY- Aajtak Bangla

শোওয়ার আগে এখানে লিখে রাখুন মনের ইচ্ছা, সকালেই খেলা শুরু 

10 MAY, 2024

মনোবাসনা পূর্ণ হবে। যদি তেজপাতা থাকে বাড়িতে। সেই তেজপাতায় মনের ইচ্ছে বা বাসনা লিখে রাখুন। সকালেই দেখবেন কামাল। সৌভাগ্য ফিরে আসবে। 

পারিবারিক অশান্তি, স্বামী-স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক, প্রেমে বাধা থাকলে তেজপাতা তা নিরসন করে। আর্থিক উন্নতি, বাস্তু দোষ কাটানোর মতো অনেক কাজ হয়ে থাকে তেজপাতার টোটকায়। 

অমাবস্যার পরেরদিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত তেজপাতার বিশেষ টোটকা মেনে চলতে হবে। এই কটা দিন তেজপাতায় নিজের মনের বাসনা লিখে রাখলেই হবে। 

প্রথমে ৩টে বা চারটে তেজপাতা নিয়ে সেই পাতাগুলোর ওপর চন্দন দিয়ে বা পেন দিয়ে মনের যা ইচ্ছা সেটা লিখতে হবে।

লেখার পর সেই তেজপাতাগুলো একটা ভালো জায়গায় রেখে দিতে হবে। এমন জায়গা যেখানে নোংরা যেন না থাকে।

এভাবে যখন পূর্ণিমার পরের দিন আসবে তখন সেই সবগুলো তেজপাতা নিয়ে পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে ছাই ফেলে দেওয়ার সময় ফের মনের ইচ্ছেগুলো বলবেন। তাহলেই তা পূরণ হবে। 

জ্যোতিষশাস্ত্র মতে আর্থিক সমস্যার হাল ফেরাতে রোজ রাতে তেজপাতা পোড়াতে পারেন। তাহলে সকালেই সুফল পাবেন। তবে পোড়া ছাই নোংরা জায়গাতে ফেলবেন না। 

অনেকে আবার স্বপ্ন দেখেন খুব বেশি। যদি আপনি রাতে ঘুমের মধ্যে ভয়ের স্বপ্ন দেখেন তাহলে ঘুমোতে যাওয়ার আগে তেজপাতা পোড়ান। পরপর কয়েকদিন এটা করতে পারলেই খারাপ স্বপ্ন দেখা থেকে মুক্তি পাবেন।