20 January, 2025
BY- Aajtak Bangla
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি।
শপথগ্রহণের আগের রাতে হোয়াইট হাউসে ডিনারে মুকেশ ও নীতাকে দেখা গেল ট্রাম্পের সঙ্গে গল্প করতে।
বিদেশি আমন্ত্রিতদের মধ্যে নীতা আম্বানি বজায় রাখলেন একেবারে ভারতীয় ঐতিহ্য। কালো রঙের দুর্দান্ত শাড়িতে সকলের নজর কাড়লেন নীতা আম্বানি।
নীতা স্বদেশি ব্র্যান্ডের কাঞ্চিপুরম সিল্কের শাড়ি পরে ট্রাম্পের ডিনারে হাজির ছিলেন।
শাড়ির উপর গোল্ডেন সিলভার ভার্টিকাল লাইন। সঙ্গে গোলাপী বর্ডার। ভাইব্র্যান্ট লাগছিল নীতাকে।
নীতার ফুল স্লিভ ব্লাউজে চোখ ধাঁধানো লাগছিল নীতা আম্বানিকে।
গয়নাতেও বিশ্ববাসীর নজর কাড়লেন ভারতীয় ধনকুবেরের স্ত্রী। গলায় দেখা গেল, মাল্টি লেয়ার হিরের নেকলেস ও পান্নায় ভর্তি একটি হার।
নীতার হাতে দেখা গেল বড় আকারের একটি হিরের আংটি। কপালে ছিল ছোট টিপ একটা এবং হালকা মেকআপে বলাই বাহুল্য নজর কেড়েছেন নীতা আম্বানি।
ডোনাল্ড ট্রাম্পের যে প্রাক শপথ গ্রহণ ডিনারে ১০০ জন বিশেষ অতিথি নিমন্ত্রিত ছিলেন তাঁদের অন্যতম ছিলেন আম্বানি পরিবার।