6d1a6e6c 8495 4e13 bb2c f890fc28b952ITG 1737362913205
image

20 January, 2025

BY- Aajtak Bangla

পান্নায় মোড়া হার-কাঞ্জিভরম শিল্কে, ট্রাম্পের ডিনারে অপূর্ব সাজে নীতা আম্বানি

4b2aee04 5255 4261 b0b2 05425c930473ITG 1737362972085

৪৭তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি।

bb001276 457c 4019 9674 c3652ee5a506ITG 1737362996087

শপথগ্রহণের আগের রাতে হোয়াইট হাউসে ডিনারে মুকেশ ও নীতাকে দেখা গেল ট্রাম্পের সঙ্গে গল্প করতে।  

758c2655 b16d 4e96 b75e 6bf9e9d06d33 1ITG 1737363010061

বিদেশি আমন্ত্রিতদের মধ্যে নীতা আম্বানি বজায় রাখলেন একেবারে ভারতীয় ঐতিহ্য। কালো রঙের দুর্দান্ত শাড়িতে সকলের নজর কাড়লেন নীতা আম্বানি।

নীতা স্বদেশি ব্র্যান্ডের কাঞ্চিপুরম সিল্কের শাড়ি পরে ট্রাম্পের ডিনারে হাজির ছিলেন।

শাড়ির উপর গোল্ডেন  সিলভার ভার্টিকাল লাইন। সঙ্গে গোলাপী বর্ডার। ভাইব্র্যান্ট লাগছিল নীতাকে।

নীতার ফুল স্লিভ ব্লাউজে চোখ ধাঁধানো লাগছিল নীতা আম্বানিকে।

গয়নাতেও বিশ্ববাসীর নজর কাড়লেন ভারতীয় ধনকুবেরের স্ত্রী। গলায় দেখা গেল, মাল্টি লেয়ার হিরের নেকলেস ও পান্নায় ভর্তি একটি হার।

নীতার হাতে দেখা গেল বড় আকারের একটি হিরের আংটি।  কপালে ছিল ছোট টিপ একটা এবং হালকা মেকআপে বলাই বাহুল্য নজর কেড়েছেন নীতা আম্বানি।

ডোনাল্ড ট্রাম্পের যে প্রাক শপথ গ্রহণ ডিনারে ১০০ জন বিশেষ অতিথি নিমন্ত্রিত ছিলেন তাঁদের অন্যতম ছিলেন আম্বানি পরিবার।