BY- Aajtak Bangla

জীবন বদলে দেবে, রবি ঠাকুরের এই উক্তিগুলি মাথায় রাখুন

7  May  2024

 ২৫ বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির মননে, চিন্তনে সর্বত্রই জুড়ে রয়েছেন কবিগুরু।

রবি ঠাকুরের নানা উক্তি, বাণী আজও প্রাসঙ্গিক। আমাদের রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

কবিগুরুর তেমনই কিছু উক্তি এখানে তুলে ধরা হল...

'জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভাল' - রবীন্দ্রনাথ ঠাকুর। . .

'ভালবাসাটা সবাই পায় না। এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো, তাহলে যত্ন নিও'- রবীন্দ্রনাথ ঠাকুর।

 'প্রেমই উৎসবের দেবতা, মিলনই তাহার সজীব সচেতন মন্দির'- রবীন্দ্রনাথ ঠাকুর।

'বই পড়াটা যে শিক্ষার একটা সুবিধাজনক সহায় মাত্র তাহা আর আমাদের মনে হয় না, আমরা বই পড়াটাকেই শিক্ষার একমাত্র উপায় বলিা ঠিক করিয়া বসিয়া আছি'- রবীন্দ্রনাথ ঠাকুর।

'সেই পাওয়াতেই মানুষের মন আনন্দিত যে পাওয়ার সঙ্গে না-পাওয়া জড়িত হয়ে আছে'- রবীন্দ্রনাথ ঠাকুর।

'মানুষের অধিকার চেয়ে নিতে হবে না। অধিকার সৃষ্টি করতে হবে'- রবীন্দ্রনাথ ঠাকুর। 

 'যা আমার ভাল লাগে, তাই আর একজনের ভাল লাগে না। এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত'-রবীন্দ্রনাথ ঠাকুর।

'প্রেমের মধ্যে ভয় না থাকলে, তার রস হাল্কা হয়ে যায়'--রবীন্দ্রনাথ ঠাকুর।