pipre 3ITG 1746191600784
image

2 May, 2025

BY- Aajtak Bangla

বারবার কালো পিঁপড়ে আসছে ঘরে, কোন শুভ ইঙ্গিত দিচ্ছে?

takaITG 1741630966027

বাস্তু অনুযায়ী, বাড়িতে কিছু প্রাণীর আগমন শুভ বা অশুভ লক্ষণ হিসাবে গণনা হয়। জেনে নিন কোন কোন প্রাণীর ঘরে আগমন শুভ এবং অশুভ।

lizard

টিকটিকি- শাস্ত্র অনুযায়ী বাড়িতে দুটি টিকটিকি একসঙ্গে দেখতে পেলে সমৃদ্ধির ইঙ্গিত। কপাল খোলে। 

lizard 5

জোড়া টিকটিকি আপনার বাড়িতে আনে সৌভাগ্য। উন্নতির যোগ।

ইঁদুর: শাস্ত্র অনুযায়ী, যে ঘরে ইঁদুর নির্ভয়ে ঘুরে বেড়ায় এবং খাবার খায়, সেখানে দারিদ্র, যন্ত্রণা এবং কষ্ট থাকে। আয় বাড়ে না।

মৌমাছি- শাস্ত্র অনুযায়ী মৌমাছিরা আপনার বাড়ির চারপাশে মৌচাক তৈরি করলে খারাপ লক্ষণ।

আর্থিক বাধা এবং অভাবের ইঙ্গিত দেয় মৌচাক। বন্ধ হয় আয়ের পথ। ঘিরে ধরে দারিদ্র। 

কালো পিঁপড়ে- ঘরে কালো পিঁপড়ের আগমন সম্পদ, সুখ এবং সমৃদ্ধির লক্ষণ।

শাস্ত্র অনুযায়ী, ঘরে পিঁপড়ে পূর্ব দিকে খাবার নিয়ে গেলে আয় বাড়ার ইঙ্গিত দেয়। 

কচ্ছপ- শাস্ত্রে কচ্ছপকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলা হয়। বাড়িতে এসে সম্পদ লাভের ইঙ্গিত দেয়। 

বাড়ির উত্তর দিকে একটি ধাতব বা স্ফটিকের কচ্ছপ রাখতে পারেন। এতে ধনলাভ হয়।